বিজেপি ভোটে জিতলেই তিন গুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা! বুধবার রাণাঘটে নির্বাচনী জনসভা থেকে এমনই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেন, “সিএএ নিয়ে মানুষকে অকারণ ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি আগে বলতাম বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২ হাজার হবে। আজ বলছি ওটা আমরা ৩ হাজার করে দেব।”
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে জিতে রাজ্যের মহিলাদের জন্য যুগান্তকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জেনারেল কাস্টের মহিলারা ১ হাজার, তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১ হাজার ২০০ টাকা করে পান। প্রথম থেকেই মহিলাদের জন্য এই প্রকল্পকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ করে এসেছে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি! রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির এহেন অবস্থান এক কথায় উলটপুরাণেরই সামিল।