গর্জনই সার! অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ‘তর্কে’ এলেন না বিজেপির কোনও প্রতিনিধি! ময়নাগুড়ির মঞ্চ থেকে ‘হাটে হাঁড়ি ভেঙেছি’ বলে দাবি করলেন তৃণমূলের সেনাপতি!
প্রসঙ্গত, একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ করার অভিযোগে লাগাতার সরব তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কেন্দ্র ও বিজেপির কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন অভিষেক। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিজেপির যে কোনও নেতা এসে বঞ্চনার অভিযোগ যে মিথ্যে তা প্রমাণ করুক। বৃহস্পতিবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে সময় ও স্থান জানতে চাওয়া হয়। এদিনই ময়নাগুড়িতে বিজেপির প্রতিনিধিকে ‘তর্কে’র জন্য আহ্বান জানিয়েছিলেন অভিষেক।
তবে এদিন মঞ্চে দু’টি পোডিয়াম তৈরি করে রাখার পরেও শেষপর্যন্ত বিজেপির কোনও প্রতিনিধি উপস্থিত হননি। অভিষেক বলেন, “মঞ্চে হাঁড়ি ভেঙে দিলাম!”