Sambad Samakal

Abhishek: অভিষেকের মুখোমুখি বিজেপি নেতা! চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে জমজমাট জলপাইগুড়ি

Mar 14, 2024 @ 2:27 pm
Abhishek: অভিষেকের মুখোমুখি বিজেপি নেতা! চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে জমজমাট জলপাইগুড়ি

একশো দিনের কাজ, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পে লাগাতার বিজেপির বঞ্চনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যপাধ্যায়। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেকের মুখোমুখি হতে চলেছেন বিজেপির যুব মোর্চার কর্মী!

জানা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনও বিজেপি নেতাকে মুখোমুখি বিতর্কে বসার খোলা চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক। পাল্টা বিজেপি চ্যালেঞ্জ গ্রহণ করে জানিয়ে দেয়, সময় ও স্থান জানান অভিষেক। তৎক্ষনাৎ বৃহস্পতিবার দুপুর ৩টেয় ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে বিজেপি নেতাদের আসার আহ্বান জানান অভিষেক। লেখেন “দেখা হবে।”

এখন দেখার শেষপর্যন্ত আদৌ অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে ময়নাগুড়িতে কোনও বিজেপি নেতা মুখোমুখি হন কিনা!

Related Articles