দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বেশিরভাগ কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারও। এই আবহেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, ১৬ মার্চ, শনিবার বেলা তিনটেয় ঘোষণা করা হবে নির্বাচনী নির্ঘণ্ট। একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়।