Sambad Samakal

General Election 2024: ৭ দফা ভোটে বাংলায় কত কেন্দ্রীয় বাহিনী? বৈঠকে কমিশন

Mar 16, 2024 @ 7:00 pm
General Election 2024: ৭ দফা ভোটে বাংলায় কত কেন্দ্রীয় বাহিনী? বৈঠকে কমিশন

শনিবারই চব্বিশ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় মোট ৭ দফায় ভোট হচ্ছে। ভোটে হিংসাত্মক ঘটনা রুখতে এদিন কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাংলায় মোট ৭ দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে?

এই বিষয়ে এখন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর৷ জানা যাচ্ছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও ৭ দফা ভোটে কত সংখ্যক রাজ্য পুলিশ ব্যবহৃত হবে, সেই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

Related Articles