সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রথম দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হল কেরল রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সিএএ’র বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দাবি করা হয়েছে, অসাংবিধানিক এই আইন যাতে কোনও ভাবেই লাগু করা না হয়।
প্রসঙ্গত, কেরল রাজ্য সরকারের সঙ্গেই এআইএমআইএম দলের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে। মনে করা হচ্ছে, মঙ্গলবার একসঙ্গেই দু’টি মামলার শুনানি শুরু হতে পারে।