লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই এবার প্রকাশ্যে এল নির্বাচনী বন্ড সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য! রবিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের শাসক দল বিজেপি একাই পেয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা! অন্যান্য ৭টি বিরোধী রাজনৈতিক দল সবমিলিয়ে পেয়েছে ৬ হাজার ১৮৬ কোটি টাকা!
এদিন নির্বাচন কমিশনের তরফে এসবিআইয়ের দেওয়া তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দল, কার কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কত টাকা পেয়েছে, কত টাকা ভাঙিয়েছে সমস্ত তথ্যই সামনে আনা হয়েছে।
দেখা যাচ্ছে, বিজেপি একাই পেয়েছে ৬ হাজার ৯৮৬.৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ১ হাজার ৩৯৭ কোটি টাকা। জাতীয় কংগ্রেস পেয়েছে ১ হাজার ৩৩৪ কোটি টাকা। তেলেঙ্গানার বিআরএস পেয়েছে ১ হাজার ৩২২ কোটি টাকা। লোকসভা ভোটের আগে প্রকাশ্যে আসা এই তথ্য শাসক দল বিজেপিকে যথেষ্টই বিপাকে ফেলল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।