১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আর তার মাঝেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা! আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কিন্তু ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ। এমনকী ২৬ এপ্রিলও রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।
এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ সোমবার জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নবান্নের কর্তারা। লোকসভা ভোটের জন্য পরীক্ষার দিনক্ষণ আদৌ পরিবর্তন করা হবে কিনা, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।