বিজেপি ‘ক্যানসার’! সোমবার দক্ষিণ দিনাজপুরে জনগর্জন সভা থেকে এই ভাষাতেই দেশের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বলেন, “এরা আসলে আলসার, আর ফেলে রাখলে ক্যানসার। বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। ২০১৯ সালে যাঁরা ভোট দিয়েছিলেন, তাদের আশাভঙ্গ হয়েছে। এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট নয়। প্রতিবাদ-প্রতিরোধ-প্রতিশোধের ভোট। নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন।”
বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে অভিষেক বলেন, “এত দিন ধরে কেন্দ্রীয় বকেয়া আটকে রাখা হয়েছে। এখানকার সাংসদ বলেছিলেন, তিনি একটা ফোন করলেই নাকি টাকা চলে আসবে। তাহলে করলেন না কেন? কেন্দ্র পাঁচ টাকাও রাজ্যকে দিয়েছে প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব।”