রাজ্য পুলিশের নয়া ডিজি হিসেবে নিযুক্ত হলেন বিবেক সহায়। সোৃনার বিকেলেই তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের নয়া ডিজি হিসেবে নিযুক্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এদিন দুপুরের রাজীব কুমারকে ডিজি’র পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নতুন ডিজি পদে নিযুক্ত করার জন্য তিন জন ব্যক্তির নাম চেয়ে পাঠানো হয়।