ভোট ঘোষণার পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নবান্নের কাছে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পদ থেকে সরিয়ে দিতে হবে রাজীব কুমারকে। এমনকী তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাখা যাবে না বলেও জানানো হয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এদিন বিকেল ৫টার মধ্যেই তিন জন পুলিশ অফিসারের নাম পাঠাতে হবে নবান্নকে। সেই তালিকা থেকেই নতুন ডিজিপি’কে বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন।