Sambad Samakal

Gardenrich: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়! মৃত ২, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Mar 18, 2024 @ 9:45 am
Gardenrich: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়! মৃত ২, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। জানা যাচ্ছে, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জীবাগান লেনে একটি নির্মীয়মাণ বাড়ি আচমকাই হুড়মুড়িয়ে পাশে থাকা টালির বাড়ির ওপরে ভেঙে পড়ে। আটকে পড়েন বাসিন্দারা। খোদ মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে সারারাত দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ তদারকি করেন।

এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তুপের তলায় এখনও বেশ কয়েক জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই হাত লাগিয়েছে এনডিআরএফও।

দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থ শরীরেই মাথায় ওড়না ঢেকে সোমবার সকালে গার্ডেনরিচে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকাজ তদারকির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্মীয়মান বাড়িটির কোনও আনুষ্ঠানিক অনুমতি ছিল না। অভিযুক্ত প্রোমোটারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানান, মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

Related Articles