Sambad Samakal

Gardenrich: পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ, সূচনা বাম আমলে! গার্ডেনরিচ কাণ্ডে কী দাবি মেয়রের?

Mar 18, 2024 @ 11:32 am
Gardenrich: পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ, সূচনা বাম আমলে! গার্ডেনরিচ কাণ্ডে কী দাবি মেয়রের?

পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ! গার্ডেনরিচে বহুতল বিপর্যয় কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ! স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত প্রায় ১ বছর ধরে পুকুর বুজিয়ে বেআইনিভাবে নির্মাণ কাজ চলছিল বহুতলটির। অবৈধ নির্মাণের অভিযোগ মেনে নিয়েও বাম আমলকেই দুষলেন মেয়র ফিরহাদ হাকিম।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এই বিল্ডিংটি বেআইনিভাবেই তৈরি হচ্ছিল। কলকাতা পুরসভার কোনও অনুমতি ছিল না। এটা আজ নয়, বাম আমল থেকেই রীতি হয়ে দাঁড়িয়েছে। গার্ডেনরিচ সহ কলকাতা শহরের বেশ কয়েকটি যায়গায় এরকম সমস্যা রয়েছে। আমরা ঠিকা আইন সরল করেছি, বিএলআরও অফিস পুরসভার মধ্যে স্থানান্তর করেছি, যাতে বাড়ি তৈরির জন্য হয়রানি কমে। তাসত্ত্বেও কেন এই ধরনের বেআইনি নির্মাণ হচ্ছিল, তা আমার জানা নেই।”

Related Articles