গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে রবিবার সারা রাতের পরে সোমবার সকালেও চলছে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফের কর্মীরা কংক্রিটের ধ্বংসস্তুপ সরানোর চেষ্টা চালাচ্ছেন। আটকে থাকা কয়েক জনের সঙ্গে কথা বলে, জল-অক্সিজেন পাঠানো সম্ভব হয়েছে বলে খবর। অত্যন্ত অপরিসর এলাকা হওয়ায় উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
অন্যদিকে, এই ঘটনায় আহত হয়ে মোট ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এসএসকেএম হাসপাতালে ৫ জন ও স্থানীয় একটি নার্সিংহোমে ১০ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই নাবালক সহ ৬ জন আইসিইউতে রয়েছেন। হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল রয়েছে।