Sambad Samakal

Baidyabati: ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, হতাহত কত?

Mar 19, 2024 @ 6:45 pm
Baidyabati: ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, হতাহত কত?

গার্ডেনরিচ কাণ্ডে এখনও ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ। তার রেশ কাটার আগেই ফের বিপর্যয়। এবার ঘটনাস্থল হুগলির বৈদ্যবাটি। মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। জখম দুই। ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

জানা গিয়েছে, হুগলির বৈদ্যবাটির চৌমাথায় জিটি রোডের উপর একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। মঙ্গলবার দুপুরে সেই কাজ চলাকালীনই আচমকা জিটি রোডের উপর হুড়মুড়িয়ে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। আহত হন কর্মরত ২ জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানা ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, কোনওরকম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই বাড়িটি ভাঙার কাজ চলছিল। সাধারণত রাস্তার ওপর কোনও বাড়ি ভাঙা হলে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে পথচারীদের কোনও দুর্ঘটনা না ঘটে। কিন্তু এক্ষেত্রে সেই ব্যবস্থাও করা হয়নি। এমনকী, বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, “বাড়ি ভাঙার অনুমতি ছিল কি না সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।” গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles