Sambad Samakal

DG WB: রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন কে? কী নির্দেশ নির্বাচন কমিশনের?

Mar 19, 2024 @ 2:24 pm
DG WB: রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন কে? কী নির্দেশ নির্বাচন কমিশনের?

রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সোমবারই সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য সরকারের দেওয়া নামের তালিকা থেকে নতুন ডিজিপি হিসেবে, আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে বেছে নিল কমিশন। ইতিমধ্যেই রাজ্যের কাছে এই মর্মে বার্তা পাঠানো হয়েছে।

সঞ্জয় মুখোপাধ্যায় ১৯৮৯ সালের ব্যাচের আইপিএস। এদিন সন্ধ্যের মধ্যেই নতুন ডিজিপি নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে খবর। প্রসঙ্গত, সোমবার রাজীব কুমারকে ডিজিপি’র পদ থেকে সরিয়ে দেওয়ার পরে বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজিপি করা হয়েছিল। আর মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে নতুন ডিজিপি হিসেবে বেছে নিল নির্বাচন কমিশন। ফলে লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রাজ্য পুলিশকে পরিচালনার ভার থাকবে আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়ের হাতেই।

Related Articles