গার্ডেনরিচ কাণ্ডে সোমবার থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই মঙ্গলবার বেআইনি নির্মাণের প্রবণতা ‘সামাজিক ব্যাধি’ বলে মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এমনকী গোটা ঘটনায় কাঠগড়ায় তুললেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদেরও!
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, “বেআইনি নির্মাণ একটা ব্যাধি। এটা দূর করতে পারছি না। কয়েক বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সময়েই প্রায় ৮০০ বেআইনি বাড়ি ভাঙা হয়েছে। ওই এলাকাতেই ২৫টার ওপরে ভাঙা হয়েছে। কিন্তু বেআইনি নির্মাণ হচ্ছে এখনও বুঝতে পারছি না। বেআইনি নির্মাণ আটকানো কাউন্সিলরের কাজ নয়, পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাজ। যারা এজন্য মাইনে পান। ইতিমধ্যেই ওখানকার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”