Sambad Samakal

Gardenrich: গার্ডেনরিচে এনডিআরএফ, ধ্বংসস্তুপে আটকে কেউ? চলছে তল্লাশি

Mar 19, 2024 @ 10:10 am
Gardenrich: গার্ডেনরিচে এনডিআরএফ, ধ্বংসস্তুপে আটকে কেউ? চলছে তল্লাশি

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কয়েক জন। এখনও কি ধ্বংসস্তুপের নিচে আটকে রয়েছেন কেউ? স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করল এনডিআরএফ।

মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ সদস্যরা। গত রাতে অপর্যাপ্ত আলোর কারণে বন্ধ ছিল উদ্ধারকাজ। বহুতল বিপর্যয়ে ধৃত প্রোমোটারকে এদিনই আদালতে পেশ করা হবে বলে খবর পুলিশ সূত্রে।

Related Articles