সম্প্রতি গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এবার বেআইনি নির্মাণ প্রসঙ্গে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা এজলাসে বলেন, বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে কোনও আবেদন শোনা হবে না।
প্রসঙ্গত, এদিন বেআইনি নির্মাণ ভাঙার জন্য নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের অনুমতি চাওয়া হয় বিচারপতি সিনহার এজলাসে। সেই সময়েই তিনি বলেন, “কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ওই নির্মাণ ভাঙা নিয়ে কোনও আদালত যা নির্দেশ দিয়েছে, তাই বহাল থাকবে। এই বিষয়ে কোনও আবেদন শোনা হবে না। অবৈধ নির্মাণ ভাঙতে দিন। মানুষের জীবন আগে।”