Sambad Samakal

Abhishek: চার লক্ষের লিড হবে! বসিরহাট থেকে বিজেপিকে কী চ্যালেঞ্জ অভিষেকের?

Mar 20, 2024 @ 3:38 pm
Abhishek: চার লক্ষের লিড হবে! বসিরহাট থেকে বিজেপিকে কী চ্যালেঞ্জ অভিষেকের?

চার লক্ষের ব্যবধানে জিতব! বসিরহাট থেকে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বসিরহাট নয়, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোট নিয়েও এদিন কার্যত ভবিষ্যতবাণী করে দিলেন তিনি।

এদিন অভিষেক বলেন, “সন্দেশখালির ঘটনা নিয়ে বাংলাকে সারা দেশে বদনাম করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু এবার গত পাঁচ বছরে আবাস, একশো দিনের প্রকল্পের টাকা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। এর জবাব মানুষ দেবে। কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেছিলাম। দেড়শো ঘণ্টা পেড়িয়ে গেলেও বিজেপির কোনও নেতার সাহস হয়নি জবাব দেওয়ার।”

লোকসভা ভোট প্রসঙ্গে অভিষেক আরও বলেন, “বসিরহাটে গতবারে সাড়ে তিন লক্ষের লিড ছিল। এবার চার লক্ষ ভোটের ব্যবধানে ওদের প্যাকেট করে দিল্লিতে পাঠাব। আপনাদের এখানে আর ডায়মন্ড হারবারে একই দিনে ভোট। ওখানেও চার লক্ষের ব্যবধানে হারিয়ে গঙ্গার জলে বিসর্জন দেব।”

Related Articles