গত শনিবার ঘোষণা হয়েছে চব্বিশ সালের লোকসভা নির্বাচন। আর এরমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি নগদ টাকা ও মদ উদ্ধার করল প্রশাসন!
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, আবগারি দফতরের পক্ষ থেকে ২১ কোটি টাকা মূল্যের মদ উদ্ধার করা হয়েছে।