Sambad Samakal

Thunderstorm: ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি! ফের দুর্যোগের আশঙ্কা! কতটা প্রভাব বাংলায়?

Mar 20, 2024 @ 10:06 am
Thunderstorm: ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি! ফের দুর্যোগের আশঙ্কা! কতটা প্রভাব বাংলায়?

ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি! ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়! বুধবার সকালে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বাংলা-ওড়িশা উপকূলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ বাংলা, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে মেঘলা আকাশ রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গল দু-এক পশলা বৃষ্টিও শুরু হয়েছে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের প্রভাবে সারাদিন ধরে আকাশের মুখ এমনই ভার থাকবে। সাময়িকভাবে গরমের হাত থেকে কিছুটা মুক্তিও পেল আম জনতা।

Related Articles