Sambad Samakal

Election Commission: ভোটের মুখে বদলি রাজ্যের চার জেলাশাসক! কী নির্দেশ কমিশনের?

Mar 21, 2024 @ 12:41 pm
Election Commission: ভোটের মুখে বদলি রাজ্যের চার জেলাশাসক! কী নির্দেশ কমিশনের?

রাজ্য পুলিশের ডিজি’র পরে এবার চার জেলার জেলাশাসককে বদলি করল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামের জেলা শাসককে বদলির করা হয়েছে। তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে রাখা যাবেনা বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু পশ্চিমবাংলা নয়, গুজরাত, পাঞ্জাব ও ওড়িশার বিভিন্ন প্রশাসনিক আধিকারিককেও বদলির নির্দেশ দিয়েছে কমিশন।

Related Articles