বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েক দিন ধরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অ্যান্টি সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। ফলে গরমের হাত থেকে সাময়িকভাবে মুক্তি মিলেছে। ভরা বসন্তে কার্যত অকাল শীতের আমেজ উপভোগ করছেন আম জনতা।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।