চব্বিশের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই ২ জন নয়া নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। আর এই নিয়োগকে অনৈতিক আখ্যা দিয়ে সুপ্রিমকোর্টে দায়ের হয়েছিল মামলা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেও কোনও রকম স্থগিতাদেশ জারি করল না সুপ্রিমকোর্ট।
এদিনের শুনানিতে সুপ্রিমকোর্টের বিচারপতিরা জানান, নির্বাচনের আগে এই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করলে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে। লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই নব নিযুক্ত কমিশনের সদস্যদের তাই আপাতত নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণকে অগ্রাহ্য করে প্রধান বিচারপতিকে বাদ দিয়েই নির্বাচন কমিশনার বাছাই করার জন্য তিন জনের বিশেষ প্যালেন তৈরি করেছিল কেন্দ্র। যেখানে ছিলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও এক জন কেন্দ্রীয় মন্ত্রী। বিরোধীদের অভিযোগ ছিল এই প্যানেলের মাধ্যমে পরোক্ষে নিজেদের পছন্দই চাপিয়ে দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার।