গরুপাচার মামলার তদন্তে ইডির নজরে এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুক্রবার সাতসকালে বোলপুরের নিচুপট্টি এলাকায় তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন মন্ত্রীর বাড়ি। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের মুখে এই তল্লাশি কেন্দ্রের ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন।
editor