গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় আরও এক মৃতদেহ উদ্ধার হল। মৃতের সংখ্যা বেড়ে হল ১১। মৃতের নাম আবদুল রউফ নিজামি ওরফে শেরু নিজাম। বৃহস্পতিবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ ধ্বংসস্তূপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা ছিল ১০।
বছর পঁয়তাল্লিশের শেরু নিজাম এলাকায় পরিচিত ছিলেন ‘শেরু চাচা’ নামেই। রাতেই শেরুর দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ছেলেরা দেহ শনাক্ত করেন।