সম্প্রতি রাজ্যের ৮টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। কিন্তু সেই তালিকায় ডায়মন্ড হারবারের নাম নেই। তবে কী ডায়মন্ড হারবারে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে এলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি!
শনিবার সংবাদমাধ্যমের সামনে নওশাদ জানান, “আমি আমার অবস্থান থেকে একটুও সরিনি। আমি প্রথম দিন থেকে বলছি, দল যদি আমায় অনুমতি দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব। আজও সেই কথাই বলছি। কারা ভেবে নিচ্ছেন যে দল আমায় অনুমতি দেবে না! তারা কি ভেতরের খবর জানেন!”