আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর জেলে থেকেও কিন্তু সরকার পরিচালনার কাজ করছেন তিনি। রবিবার সকালে একটি নোটের মাধ্যমে জেল থেকে প্রথম সরকারি নির্দেশ দিলেন কেজরিওয়াল।
এদিন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কথা সংবাদমাধ্যমের সামনে জানান। হোলি উৎসবের আগে গরমের কথা ভেবে দিল্লির সমস্ত এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহের নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। প্রয়োজনে দিল্লির ল্যাফট্যানেন্ট গভর্নরেরও সাহায্য নেওয়ার কথা বলেছেন। এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ সম্ভবত এই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে বসে সরকারি নির্দেশ পাঠালেন।