Sambad Samakal

Central Force: রাজ্যে আসছে আরও আরও কেন্দ্রীয় বাহিনী! কী পরিকল্পনা কমিশনের?

Mar 24, 2024 @ 1:34 pm
Central Force: রাজ্যে আসছে আরও আরও কেন্দ্রীয় বাহিনী! কী পরিকল্পনা কমিশনের?

ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে চলে এসেছে প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার জানা যাচ্ছে, এপ্রিল মাসের শুরুতেই ফের আসছে কেন্দ্রীয় জওয়ানরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন করে ২৭ কোম্পানি বাহিনী আসছে।

জানা যাচ্ছে, প্রথম দফার নির্বাচনের আগেই মোট ২২৫ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। মূলত এরিয়া ডমিনেশন ও ভোটারদের নিরাপত্তার কাজে বাহিনী ব্যবহৃত হবে।

Related Articles