Sambad Samakal

Kunal Ghosh: চব্বিশের ভোটে ক’টা আসন পাবে তৃণমূল? কী ভবিষ্যতবাণী কুণালের?

Mar 24, 2024 @ 6:37 pm
Kunal Ghosh: চব্বিশের ভোটে ক’টা আসন পাবে তৃণমূল? কী ভবিষ্যতবাণী কুণালের?

চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত দলের প্রার্থীরাই। আর এরমধ্যেই লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে ভবিষ্যতবাণী করে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুণাল দাবি করেছেন, বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন জিতবে তৃণমূল কংগ্রেস। সঙ্গেই ভোটের হার হবে ৫৮ থেকে শতাংশ। অন্যদিকে, বিজেপি কমবেশি ৩০ থেকে ৩২ শতাংশ ভোট নিয়ে ৫ থেকে ১১টা আসন পেতে পারে। আর বাম-কংগ্রেসের ঝুলি শূন্যই থাকতে পারে। তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এটাই তাঁর পর্যবেক্ষণ।

Related Articles