আজ রবিবার ও সোমবার দোলের দিক হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল হল বহু লোকাল ট্রেন! ফলে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! জানা যাচ্ছে, বর্ধমান স্টেশনের কাছে রেলের ট্র্যাকে কাজ চলছে। তাই হাওড়া মেইন ও কর্ড লাইনের বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, শিয়ালদা থেকে বর্ধমান লোকালও বাতিল হয়েছে।
অন্যদিকে, সোমবার অর্থাৎ দোলের দিনও শিয়ালদা ও হাওড়া শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দোলের দিনের পরিস্থিতির কথা মাথায় রেখে মোট ৬৫টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য আগেভাগেই ক্ষমা চাওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।