লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। আর রবিবাসরীয় প্রচারে সোনারপুর দক্ষিণের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রের সঙ্গে রঙে ভাসলেন যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারেন সায়নী। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কের উদ্দেশেও ছুঁড়ে দেন তীব্র কটাক্ষ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী বলেন, “বিজেপি প্রার্থী শুধুমাত্র কটাক্ষ করতেই পারেন। কারণ তাঁদের প্রতি মানুষের সাড়া সমর্থন কিছুই নেই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের থেকে সায়নী ঘোষকে একশো শতাংশ বেশি চেনেন। বাকিটা মানুষের ওপরেই ছেড়ে দিন।”