ইডি-সিবিআই সেজে দোলের দিন রংবাজি কলেজ স্ট্রিটে! সোমবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দেখা মিলল এমনই এক দল যুবকের। নিজেদের টিসার্টে ইডি, সিবিআই, বিভিন্ন রাজনৈতিক দলের নাম লিখে ঘুরলেন তাঁরা। এমনকী এক জনকে অপরাধী সাজিয়ে কোমরে গামছা বেঁধেও নিয়ে যেতে দেকা গেল।
ওই যুবকদের দাবি, দোলের দিন খানিকটা সজা করতেই এই ভাবনা। কারণ বিভিন্ন রাজনৈতিক দলে থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নিয়মিত গ্রেফতার করছে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি। সেই বিষয়টিই মজার ছলে দোলের দিনে সকলের সামনে তুলে ধরলেন তাঁরা।