দোলের দিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনা! জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে আচমকাই আগুন লেগে যায়। আর সেই সময়ে গর্ভগৃহে উপস্থিত অন্তত ১৩ জন পুরোহিত ঝলসে গিয়েছেন বলে খবর।
এই মুহূর্তে আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ-প্রশাসন ও দমকলের উচ্চপদস্থ কর্তারা।