Sambad Samakal

Rachana Banerjee: জিতলেই ‘দিদি নম্বর ওয়ান’এ সুযোগ! হুগলিতে কী প্রতিশ্রুতি রচনার?

Mar 25, 2024 @ 3:38 pm
Rachana Banerjee: জিতলেই ‘দিদি নম্বর ওয়ান’এ সুযোগ! হুগলিতে কী প্রতিশ্রুতি রচনার?

হুগলি লোকসভা আসন থেকে তৃণমূলের প্রতীকে লড়াই করছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা এবার সরাসরি হুগলির মহিলাদের প্রতিশ্রুতি দিলেন, নিজের রিয়্যালিটি শো’তে অংশগ্রহণ করানোর।

একটি প্রচার কর্মসূচীতে গিয়ে রচনা বলেন, “যদি বিজয়ী হই, তাহলে সবথেকে আগে যে কাজটা করব, বলব হুগলির মহিলারা আমায় জিতিয়ে নিয়ে এসেছেন। তাই তাঁদের আগে দিদি নম্বর ওয়ানে ডাকতে হবে। তারপরে অন্য সব দিদিরা আসবেন।”

Related Articles