Sambad Samakal

BJP: নতুন ২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বরানগর, ভগবানগোলায় লড়বেন কারা?

Mar 26, 2024 @ 2:32 pm
BJP: নতুন ২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বরানগর, ভগবানগোলায় লড়বেন কারা?

বাংলায় লোকসভা ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হবে বিধানসভার দুই আসনে উপনির্বাচন। মঙ্গলবার ওই দুই আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।

জানানো হয়েছে, বরানগরে বিজেপির হয়ে লড়বেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ ও মুর্শিদাবাদের ভগবানগোলা আসন থেকে লড়বেন ভাস্কর সরকার।

প্রসঙ্গত, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতা আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। লোকসভা নির্বাচনের সঙ্গেই আগামী ৭ মে মুর্শিদাবাদের ভগবানগোলা, ১ এপ্রিল বরানগরে বিধানসভা উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

Related Articles