মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে দুপুরের পরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। দিনের বেলা গরমের অনুভূতি থাকলেও বিকেলের পরে আবহাওয়া কিছুটা মনোরম হবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।