চব্বিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার ‘অভিমানী’ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ! জানা যাচ্ছে, টিকিট না পেয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন রুদ্রনীল।
তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছে, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রার্থী হওয়া নিয়ে তাঁর আলোচনা চলছে। এখনও চারটি আসনে যেহেতু প্রার্থীদের নাম ঘোষণা বাকি রয়েছে, তাই এখনই তিনি আশা ছাড়ছেন না। প্রয়োজনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়তে প্রস্তুত রুদ্রনীল।