বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাঙালির ‘ফেলুদা’, বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। জানা যাচ্ছে, গত ২৩ তারিখ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বুকে পেসমেকার বসানো হয়েছে।
সব্যসাচী চক্রবর্তীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই কিছুটা বিশ্রামে রয়েছেন।