রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলে ফের বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতেই দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা করে শোকজের চিঠি পাঠিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উপস্থিত হয়ে লিখিতভাবে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস।
এদিন দলের তরফে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষরা নির্বাচন কমিশনের দফতরে যান। দিলীপ ঘোষের মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে দিলীপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
অন্যদিকে, এদিন নিজের ‘অসংসদীয়’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেও দিলীপ ঘোষ বলেন, “আমার ভাষা ব্যবহার নিয়ে অনেকেরই আপত্তি আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। দল বলেছে, আমার ভাষা অসংসদীয়। আমি দুঃখপ্রকাশ করছি। তবে শুভেন্দু অধিকারীর বাবা সম্পর্কে যারা আপত্তিকর মন্তব্য করেছিলেন, তাদের বিরুদ্ধেও একই অবস্থান নেওয়া উচিত। কেউ মহিলা হওয়ার সুযোগ নিতে পারেন না।”