লোকসভা ভোটের আগে ফের নারদা স্টিং অপারেশন কাণ্ডে তৎপর হল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। জানা যাচ্ছে, নারদা স্টিং অপারেশন প্রধান ম্যাথু স্যামুয়েলকে ফের কলকাতার দফতরে তলব করা হয়েছে।
আগামী ৪ এপ্রিল ম্যাথুকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নারদা কাণ্ডে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের। আর সেই বিষয়েই ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।