Sambad Samakal

Amit Shah-Mamata: ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির খবর নিতে মমতাকে ফোন অমিত শাহের

Apr 1, 2024 @ 1:37 pm
Amit Shah-Mamata: ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির খবর নিতে মমতাকে ফোন অমিত শাহের

আচমকা ঝড়ে রবিবার লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। রাত জেগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার সকালে জলপাইগুড়ির পরিস্থিতি জানতে মমতাকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা, আসাম ও মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতার কাছ থেকে এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। উদ্ধারকাজ সম্পর্কেও জানতে চান। জানা যাচ্ছে, বিপদের এই সময়ে রাজ্য সরকারকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি বিজেপি কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানিয়েছেন অমিত শাহ।

Related Articles