রবিবার গভীর রাতে জলপাইগুড়ির পরে সোমবার দুপুরে আলিপুরদুয়ারে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সঙ্গে সঙ্গেই তপসিঘাটা গ্রামের রিলিফ ক্যাম্পেও যান তিনি। কথা বলেন সাধারণ মানুষ থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে।
এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু আছে। তবে বিপদের সময়ে এসব দেখলে হবে না। জেলা প্রশাসন সকলের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি বলেছি, আগামী কয়েক দিনের মধ্যেই কাদের কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে সার্ভে শুরু হবে। রাজ্য দুর্গতদের পাশে সবরকম ভাবে রয়েছে। আদর্শ আচরণবিধির জন্য এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না।”