রবিবার আচমকা ঘড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাংশ। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
মঙ্গলবার সকালে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “ঝড়-জল প্রাকৃতিক বিপর্যয় হলে’তো তৃণমূলের পোয়াবারো। যা মাল আসবে সব ঝেড়ে ফাঁক করবে।”
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে। বিজেপি নেতারা শুধুমাত্র দূর থেকে টুইট করছপ। তাই অসহায় মানুষকে নিয়ে এই ধরনের নিম্নরুচির মন্তব্য করছেন বিজেপি নেতারা।