তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী আইপিএস অফিসার সৌম্য রায়কে নিজের পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে এই নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না এই আইপিএস অফিসারকে।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের ডিসি সাউথ-ওয়েস্ট পদে কর্মরত ছিলেন সৌম্য রায়। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।