তৃণমূল বিধায়কের স্বামী বলেই বদলি! আইপিএস অফিসার সৌম্য রায়ের বদলিতে কেন্দ্রকে তোপ মমতার। মঙ্গলবারই কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম পদে কর্মরত, লাভলি মৈত্রের স্বামী সৌম্যকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই উত্তরবঙ্গ থেকে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, “লাভলি বিধায়ক হওয়ার অনেক আগে থেকে সৌম্য আইপিএস হয়েছে। স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না! এ আবার কী! ভোটের মুখে নিজেদের কটা অফিসারকে বদলি করেছ! কটা বিএসএফের বদলি হয়েছে! নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত।”