Sambad Samakal

Ramdev: নিঃশর্ত ক্ষমা চেয়েও সুপ্রিম তোপের মুখে ‘পতঞ্জলী’র রামদেব!

Apr 2, 2024 @ 2:12 pm
Ramdev: নিঃশর্ত ক্ষমা চেয়েও সুপ্রিম তোপের মুখে ‘পতঞ্জলী’র রামদেব!

ভুয়ো বিজ্ঞাপন মামলায় সুপ্রিম তোপের মুখে ‘পতঞ্জলী’ প্রধান রামদেব! মঙ্গলবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েও মেলেনি রেহাই। সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, ভবিষ্যতে কড়া নির্দেশের জন্য অপেক্ষা করুক তারা।

প্রসঙ্গত, ‘পতঞ্জলী’ কোম্পানির উৎপাদিত পণ্যসামগ্রী ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রচারের অভিযোগ উঠেছিল রামদেবের বিরুদ্ধে। সুপ্রিমকোর্ট একাধিকবার কড়া মন্তব্য করলেও, বিজ্ঞাপন চালিয়ে গিয়েছিল তারা। এরপরে রামদেব ও তাঁর সহযোগিকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট।

Related Articles