গত ১০ বছরে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে ১৩৭ কোটি টাকা! এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি জেল থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। তারপর তাঁকে জেরা করেই এই তথ্য মিলেছে বলে খবর।
ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমেই চলত এই লেনদেন। এই বিপুল পরিমাণে অর্থের উৎস কী, সেটাই তদন্ত করে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই তথ্য ব্যাঙ্কশাল আদালতে এই তথ্য পেশ করেছে ইডি।