বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র অস্বস্তিকর গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সকালের দিকে তীব্র রোদের তেজ থাকবে। যদিও বিকেলের পরে খানিকটা স্বস্তি মিলতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।